[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ২২:৫৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশু নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে ধর্মীয়দের নিয়ে তিনব্যাপী কর্মশালা হয়েছে। গত রবিবার শুরু হয়ে আজ মঙ্গলবার শেষ হয় কর্মশালাটি।

 

ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে শিবগঞ্জ উপজেলা বিআরডিবি’র সভা কক্ষে উপজেলা বিভিন্ন মসজিদের ইমাম ও সনাতন ধর্মাবলম্বীদের পুরোহিতদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল খান, শিবগঞ্জ উপজেলা শেখ রাসেল শিশু ও প্রশিক্ষণ কেন্দ্রের সমাজ কর্মী আরফাতুন নেছা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহিন আক্তার, এসআই জহুরুল ইসলাম সহ অন্যান্য অতিথিরা।

কর্মশালায় শিশু নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে করনীয় দিকসমুহ বিষায়াদি তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রজেক্ট অফিসার উত্তম মন্ডল । কর্মশালাটি সঞ্চালনা করেন, কমিউনিটি ফ্যাসিলিটেটর আলী হায়দার বাপ্পী।

কর্মশালায় বক্তারা বলেন, শিশু নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের যথেষ্ট সচেতন হবে। অভিভাবক সমাবেশে, উঠান বৈঠক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাল্যবিয়ের বিষয়ে বিভিন্ন শারীরিক ও মানসিক ক্ষতি সকলের মাঝে তুলে ধরতে হবে। সংলাপে বাল্যবিয়ে ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে।

সেখানে বক্তারা আরোও বলেন, বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ওয়ার্ড পর্যায়ে সচেতনামুলক সভা সেমিনার করতে হবে। প্রয়োজনে ঘটক, ইমাম, মোড়ল, কাজী, পুরোহিত, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর