আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আমবাগান থেকে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আম কিনতে আগ্রহ প্রকাশ করেছেন চীনের আমদানিকারক মি. শু ওয়েই।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাগান পরিদর্শনে এসে সরাসরি এই আগ্রহের কথা জানান তিনি। গোছানো ও মানসম্মত আমবাগান দেখে সন্তোষ প্রকাশ করেন মি. শু ওয়েই। পরে তিনি শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড়ে অবস্থিত আম গ্রেডিং, শর্টিং ও শোধন কেন্দ্রও ঘুরে দেখেন।
স্থানীয় আমচাষি আহসান হাবিব জানান, "চীনের একজন আমদানিকারক বিকেলে আমার বাগান পরিদর্শন করেন। তিনি বাগান থেকেই সরাসরি আম কিনতে আগ্রহ দেখিয়েছেন। কোনো মাধ্যম ছাড়াই চীনে আম রপ্তানি করতে পারলে আমরা অনেক বেশি লাভবান হতে পারব।"
শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, “চীনা আমদানিকারক আমাদের কয়েকটি আমবাগান ঘুরে দেখেছেন এবং আম কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। সরাসরি রপ্তানির সুযোগ তৈরি হলে জেলার অর্থনীতি আরও চাঙা হবে।”
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, “চীনের আমদানিকারক প্রতিনিধি বিকেলে আমাদের বেশ কয়েকটি আমবাগান ঘুরে দেখেছেন এবং চাঁপাইনবাবগঞ্জের ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আম কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা খুবই আশাবাদী।”
চাঁপাইনবাবগঞ্জের আম এবার আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: