[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

দুর্গাপুর চাইপাড়ায় ছাত্র-যুবকদের উদ্যোগে ইসরায়েলের পতাকা পদদলনের প্রতিবাদ কর্মসূচি

মাহমুদুল তুষার

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ২৩:৫১

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর চাইপাড়ায় ছাত্র ও যুবকদের উদ্যোগে ইসরায়েলের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে এলাকার বিভিন্ন সড়কে ইসরায়েলের পতাকা অঙ্কন করে পদদলনের ব্যবস্থা করা হয়।

আয়োজক ছাত্র ও যুবকরা জানান, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলের অব্যাহত দমন-পীড়নের প্রতিবাদে তারা এই কর্মসূচি হাতে নিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, ইসরায়েল ফিলিস্তিনে যে নির্মম নির্যাতন চালাচ্ছে, নারী, শিশু ও বৃদ্ধদের নির্বিচারে হত্যা করছে তার প্রতিবাদেই আমরা এই উদ্যোগ নিয়েছি।

এই কর্মসূচির মাধ্যমে তারা ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা দিতে চেয়েছেন এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করার আহ্বান জানিয়েছেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর