[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

নাচোলে বিএমডিএ প্রকৌশলী খাইরুল বাশার'কে বদলির বিরুদ্ধে কৃষক-অপারেটরদের প্রতিবাদ

মাহমুদুল তুষার

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১৪:৪১

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ (বিএমডিএ) অফিসের উপ-সহকারী প্রকৌশলীর খাইরুল বাশারের বদলির আদেশ বাতিলের দাবী জানিয়েছেন গভীর নলকূপের অপারেটরগণ ও স্কিমভুক্ত কৃষকগণ।

০৫ ই আগষ্ট পরবর্তী অক্টোবর মাসে নাচোল উপজেলায় যোগদান করেন খাইরুল বাশার। যোগদানের পর থেকে বিএমডিএর দাপ্তরিক সামগ্রিক কাজে অনিয়ম দূর্নীতি রোধ করায় অতি অল্প সময়ের মধ্যে  নাচোল উপজেলার কৃষক ও গভীর নলকূপ অপারেটরগণের আস্থাভাজন ও ভালোবাসা অর্জন করেন খাইরুল বাশার। 

অপরদিকে দূর্নীতি করতে না পারায় একটি কুচর্কীমহল তার বদলীর জন্য তৎপরতা চালায়েছে এবং এই কারণেই উক্ত উপজেলা থেকে তার বদলীর আদেশ হয়। এতে এলাকাবাসী ক্ষুদ্ধ ও বদলীজনিত আদেশ বাতিলের দাবী জানায়। 

নাচোল উপজেলার গভীর নলকূগের অপারেটর ও  কৃষকদের কাছ থেকে জানা যায়, নাচোল উপজেলা বরেন্দ্র অফিসের উপ-সহকারী প্রকৌশলী খাইরুল বাশার এই উপজেলায় যোগদানের পর থেকে বরেন্দ্র অঞ্চলের মানুষের অনেক উপকার হয়েছে। তিনি ঘুষের লেনদেন ছাড়াই বিভিন্ন গভীর নলকুপ সংস্কার করেছেন এবং দীর্ঘরাত পর্যন্ত নিজে যথাযথভাবে তদারকি করে ঢালাই কাজ সম্পন্ন করেছেন। এছাড়া ডিপ চালকদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন যাতে কৃষকরা সময়মতো জমিতে চাষাবাদের পানি পায়।

স্থানীয় কৃষক মোঃ আবু বকর বলেন, আগে আমাদের এই নলকূপটি পানি সংকটের মধ্যে ছিল, পানি উঠতো না। আমরা অনেক চেষ্টা করেও কোনো সমাধান পাইনি। কিন্তু খায়রুল ইসলাম বাশার স্যার এখানে আসার পর আমাদের সমস্যার সমাধান হয়। 

তবে, এটি অনেকের পছন্দ না হওয়ায় তাকে বদলি করে দেওয়া হয়েছে। আমরা বদলির আদেশ প্রত্যাহার চাই। 

গভীর নলকূপটির অপারেটর মোঃ সাফিউল ইসলাম বলেন, এই ডিপ টিউবওয়েলটি খায়রুল ইসলাম বাশার স্যার অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করেছেন। আমরা তার বদলির কোনো যৌক্তিক কারণ খুঁজে পাই না। আমরা ড. মুহাম্মদ ইউনুস স্যারের কাছে অনুরোধ জানাই, যেন তার বদলির সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে প্রত্যাহার করা হয়। 

তবে এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ (বিএমডিএ) এর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মোঃ আল মামুনুর রশীদ কোন মন্তব্য করতে রাজি হননি।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর