[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজে বর্ণাঢ্য শোভাযাত্রা

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১৬:০৭

ছবিঃ নবাবগঞ্জ সরকারি কলেজ বাংলা বিভাগের নববর্ষের শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে আয়োজিত হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা।

রোববার (১৪ এপ্রিল) সকালে কলেজের বাংলা বিভাগের ব্যবস্থাপনায় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

"এসো হে বৈশাখ, এসো এসো" এই প্রতিপাদ্যকে ধারণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা নববর্ষ শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে যাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এই আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতি ও নতুন বছরের স্বাগত জানানোর পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন ভাবে সাজিয়েছিলেন, যা নববর্ষের উৎসবমুখ উদ্দীপনাও ফুটে উঠেছিল। 

শোভাযাত্রায় নেতৃত্ব দেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষকবৃন্দ। তারা জানান, “বৈশাখ মানেই প্রাণের উৎসব, বৈশাখ মানেই নতুনের আহ্বান। আমাদের সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতেই এ আয়োজন।”

শোভাযাত্রা শেষে কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর