[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশানসের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

আসাদুল্লাহ

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১৭:৩১
আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৭:০৪

ছবিঃ আলোকিত গৌড়

সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

সোমবার (১৪ এপ্রিল) ভোরের নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নেয় চাঁপাইনবাবগঞ্জবাসী।

জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয় জাঁকজমকপূর্ণ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি কোর্ট, নিউ মার্কেট রোড হয়ে সরকারি কলেজের সামনে দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনার মাধ্যমে শোভাযাত্রার সূচনা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদের নেতৃত্বে আয়োজিত এ শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি, মাটির তৈরি বাসনপত্র, বর্ণিল বেলুন, ফেস্টুন ও মাথাল শোভাযাত্রাকে করে তোলে অনন্য ও রঙিন।

শোভাযাত্রায় আরও অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক চত্বরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে অংশগ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমিসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিল্পীরা। এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং পাঁচটি উপজেলার প্রেস ক্লাব সদস্যরাও উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর