[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

জামায়াতে ইসলামীর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে হরিজন সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ২০:১২

ছবিঃ আলোকিত গৌড়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে হরিজন সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের হরিজন পাড়ার ১ নম্বর কলোনিতে এ সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ১৫ নং ওয়ার্ডের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, আপনাদের অনেক সমস্যা রয়েছে, যেগুলোর সমাধানে আমরা কাজ করতে চাই। আপনারা যাতে নোটিশ ছাড়াই উচ্ছেদের শিকার না হন, সেজন্য আমরা কাজ করছি। একটি বিশেষ টিম গঠন করে আপনাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই, আপনারা আনুপাতিক প্রতিনিধিত্ব পেয়ে জাতীয় পর্যায়েও অংশগ্রহণ করুন।

বিশেষ অতিথি হাফেজ গোলাম রাব্বানী বলেন, আমরা সবাই মানুষ এটাই আমাদের মূল পরিচয়। ক্ষমতায় যাই বা না যাই, আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ। আপনারা সমাজকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, অথচ নিজেরা বসবাস করছেন অমানবিক পরিবেশে। এ অবস্থা দীর্ঘদিন চলতে দেওয়া যায় না। আমরা এ বিষয়ে সরকারের সাথে আলোচনা করব।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর