চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকার প্রবীণ ব্যক্তি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুলের বড় চাচা মো: শামসুল হক (৯৬) এর জানাযা সম্পন্ন হয়েছে।
আজ (সোমবার) দুপুর ২.৩০ মিনিটে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। অতঃপর রাত সাড়ে নয়টায় রেহাইচর ঈদগাহ গোরস্থানে তার জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।
জানাযায় এলাকার সর্বস্তরের মানুষ ও আত্মীয় স্বজন এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযা পূর্ব বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, একজন মানুষ কত বেশি সৎ, সরল ও আল্লাহ ভীরু হতে পারে তা আমার চাচা দেখলেই বোঝা যেত। তিনি আমাদের অভিভাবক ছিলেন।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: