[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত:আর্থিক সহায়তা প্রদান করলেন নূরুল ইসলাম বুলবুল

মাহমুদুল তুষার

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ১৭:৪৫

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে দেবীনগর ইউনিয়নের দুইটি পরিবার এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা এলাকায় একটি দোকান আগুনে পুড়ে গেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে জামায়াতের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

সহায়তা প্রদানকালে নূরুল ইসলাম বুলবুল বলেন,
আপনাদের যে ক্ষতি হয়েছে, তা আমরা পূরণ করতে পারব না। তবে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। এই সামান্য সহায়তার মাধ্যমে আমরা আপনাদের কষ্টের কিছুটা ভাগ নিতে চেয়েছি। ইনশাআল্লাহ, আল্লাহ তায়ালা আপনাদের এই কষ্ট দূর করে দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌরসভা সেক্রেটারি মোক্তার হোসেন, দেবীনগর ইউনিয়ন সভাপতি গোলাম মোর্শেদ, ওলামা সভাপতি মাওলানা নাসিরুদ্দিন, যুব বিভাগের সভাপতি মো. শিবগাতুল্লাহ, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা গোলাম কবির, ইউনিয়ন সেক্রেটারি মো. মুনিরুল ইসলামসহ জামায়াত ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য: তিনটি পরিবারকে প্রায় ৭০ হাজার টাকা প্রদান করা হয়। এই মানবিক কাজের জন্য স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জামায়াত নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানান।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর