চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গাছচাপায় তোহরুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর এলাকার একটি আমবাগানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোহরুল ইসলাম ওই ইউনিয়নের কালুপুর গ্রামের সোহবুল ইসলাম লুটুর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালুপুর এলাকার মজিবুর রহমানের আমবাগানে শ্রমিক হিসেবে গাছ কাটার কাজ করছিলেন তোহরুল। এ সময় হঠাৎ একটি গাছ তার উপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: