চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টার আগ থেকে মহানন্দা নদীর বারঘরিয়া সেতু এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তাদের ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে তারা এই কর্মসূচি শুরু করেছেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা নানা সমস্যার মুখে রয়েছেন। এসব সমস্যার দ্রুত সমাধান চেয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু দাবিগুলো বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, তাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিস্তারিত আসছে...
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: