[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১৩:১৮
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৩:০৪

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে গোবরাতলা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে গোবরাতলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মহিপুর কলেজ মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহিপুর কলেজে এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিলে "গাজায় হামলা কেন, বিশ্ব নেতাদের জবাব চাই", " ফ্রি ফ্রি ফিলিস্তিন" ফ্রি ফ্রি গাজা ইত্যাদি স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

এতে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মোঃ শামসুর রহমান, মুনসেফপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির, সহকারী অধ্যক্ষ মাওলানা আকবর আলি, মহিপুর কলেজের সহকারি অধ্যাপক জাবের আল মামুন, প্রভাষক মোঃ এনামুল হক, এম.এম কম্পিউটার সেন্টারের পরিচালক মোঃ মোস্তাকিম আলী, গোবরাতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আমিন, শাহজালাল ইসলামি ব্যাংক (পিএলসি) মহিপুর এজেন্ট শাখার সত্ত্বাধিকারী মোঃ গোলাম জাকারিয়া এছাড়াও উপস্তিত ছিলেন স্থানীয় যুব সমাজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের সকল পন্য উৎপাদন ও আমদানি বন্ধের জন্য সরকারের নিকট আহবান জানান। এছাড়াও ইসরাইলের সামরিক হামলায় গাজার শিশু, নারী ও বেসামরিক জনগণের মৃত্যু ও মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরে তা অবিলম্বে বন্ধের জন্য বাংলাদেশ সরকারসহ বিশ্ব নেতাদের ফিলিস্তিন ইস্যুতে জোরালো ভূমিকা রাখার দাবি জানান।

উল্লেখ্য, গত দেড় বছর ধরে গাজায় ইসরাইলের হামলায় হাজারো ফিলিস্তিনি নিহত ও লক্ষাধিক আহত হয়েছে যা নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদের চলছে। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর