[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে "৮ ঘণ্টা শ্রম" সময় নির্ধারণের দাবিতে হোটেল শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মাহমুদুল তুষার

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১৩:২৪

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দৈনিক ৮ ঘণ্টা শ্রম সময় নির্ধারণসহ হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকদের রাষ্ট্রপ্রদত্ত ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সবুজের সঞ্চালনায় কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্রাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও হোটেল শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোঃ সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক ইব্রাহিম খলিল এবং পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ এনায়েতুল্লাহ।

বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁ মালিক এবং তাদের সংগঠনের নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে অনাগ্রহী। বরং তারা সংগঠিতভাবে প্রভাব খাটিয়ে শ্রমিকদের ন্যূনতম সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত করছেন। অনেক ক্ষেত্রে শ্রমিকদের ওভারটাইম ভাতা ছাড়াই প্রতিদিন ১২-১৬ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে।

তারা বলেন, দেশের প্রচলিত শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কাজের সময় নির্ধারিত হলেও হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের সেই অধিকার এখনো কার্যকর হয়নি। তাই অবিলম্বে শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টা কাজের সময় নির্ধারণ, উপযুক্ত পারিশ্রমিক এবং ওভারটাইম ভাতা প্রদানসহ অন্যান্য ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর