চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর মাঝাপাড়া গ্রামে নানা শশুরকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে নাতি জামাইয়ের বিরুদ্ধে।
ভুক্তভোগী সাবেদ আলী জানান, প্রায় আট বছর আগে তার নাতনি কমেলা বেগমের বিয়ে হয় সিরাজুল ইসলামের সাথে। কিন্তু গত চার বছর ধরে সিরাজুল মাদকাসক্ত হয়ে পড়ে এবং পরকীয়ায় জড়িয়ে যায়। এতে তাদের সংসারে অশান্তি শুরু হয়। সিরাজুল কমেলাকে নিয়মিত মারধর ও নির্যাতন করত।
গত বুধবার (১৬ এপ্রিল) কমেলা বাবার বাড়িতে আশ্রয় নিলে সিরাজুল ও তার ভাই সেখানে যায়। তারা কমেলাকে টানা-হেঁচড়া শুরু করলে সাবেদ আলী বাধা দেন। এসময় সিরাজুল ও তার ভাই লোহার রড দিয়ে সাবেদ আলীকে মারধর করে রক্তাক্ত করে ফেলে। আহত অবস্থায় তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কমেলা বেগম বলেন, "সিরাজুল মাদকাসক্ত এবং আমাকে নির্যাতন করত। এবার সে আমার নানাকে মারধর করেছে। আমি তার বিচার চাই।"
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই খোকন কুমার জানান, প্রাথমিকভাবে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: