চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে গণসংযোগ পক্ষ উপলক্ষে অমুসলিম সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফতেপুর ইউনিয়ন শাখা।
গতকাল শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেল ৫টায় টাকাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো: আহসান হাবীবের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো: মাহমুদুল হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ড. মু. মিজানুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাচোল উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো: কামরুজ্জামান, ফতেপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলাম, মাওলানা মো: আশরাফুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান, শিক্ষক নেপাল চন্দ্র মাহাতো, সমাজসেবক বিপদভঞ্জন বর্মন, সংবাদকর্মী বিশ্বনাথ মাহাতো, ও পল্লী চিকিৎসক শ্যামল চন্দ্র মাহাতোসহ স্থানীয় অমুসলিম ভাই ও বোনেরা।
প্রধান অতিথি ড. মু. মিজানুর রহমান বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। এখানে পূজা ও রোজা পাশাপাশি চলে, নামাজ ও ইফতারে অমুসলিমরা যেমন সহযোগিতা করেন, তেমনি মুসলিমরাও অন্য ধর্মাবলম্বীদের উৎসবে পাশে থাকেন। আমরা সবাই বাংলাদেশি—এটাই হোক আমাদের পরিচয়। দূর্ণীতি মুক্ত, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বই পারে এই সম্প্রীতির বাংলাদেশকে এগিয়ে নিতে।”
তিনি আরও বলেন, “যে কোনো বিভাজনের রাজনীতি পরিহার করে, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে একটি উন্নত ও ন্যায়ের সমাজ গড়তে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।”
মতবিনিময় সভাটি স্থানীয় জনগণের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেয়।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: