আগামী ১ মে থেকে ৩১ মে পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে আয়োজন করা হচ্ছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেট সংলগ্ন পুরাতন স্টেডিয়ামে এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার (১৯ এপ্রিল) মেলার সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি আব্দুল ওয়াহেদ।
পরিদর্শনকালে তিনি জানান, দীর্ঘ ১৫ বছর পর চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের উদ্যোগে এধরনের শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে।
আব্দুল ওয়াহেদ বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের জেলার ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় এই মেলা আয়োজন করছে। মেলার লাইটিং,স্টল নির্মাণসহ সকল কাজ চেম্বারের তত্ত্বাবধানে আলাদা আলাদা পেশাদারদের দিয়ে করানো হচ্ছে।
তিনি আরও বলেন, গত নির্বাচনে আমাদের প্রতিশ্রুতি ছিল জেলাবাসীর জন্য একটি বিনোদনমুখর বাণিজ্য মেলার আয়োজন করব এবং দেশীয় পণ্যের প্রচারে ভূমিকা রাখব। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। ঢাকায় অনুষ্ঠিত শিল্প বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুস এ ধরনের মেলার আয়োজনের আহ্বান জানিয়েছিলেন, তার ধারাবাহিকতাতেই আমাদের এই আয়োজন।
তিনি জানান, মেলায় দেশি-বিদেশি নানা পণ্যের স্টল থাকবে। ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, চীন ও মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী রেশম, পিতল ও মাটির তৈরি সামগ্রী এবং আম ও আমজাত পণ্যও মেলায় প্রদর্শিত হবে।
তিনি বলেন, এ মেলা শুধু বিনোদন নয়, জেলার অর্থনীতিকে গতিশীল করতেও ভূমিকা রাখবে। ইতোমধ্যে আমাদের প্রচেষ্টায় সোনামসজিদ স্থলবন্দরের উন্নয়নে ৩২০ কোটি টাকার প্রকল্প সরকারের প্রথম পর্যায়ে অন্তর্ভুক্ত হয়েছে। কৃষিভিত্তিক ইপিজেড এবং রহনপুর রেলবন্দরের উন্নয়নেও আমরা সরকারকে দাবি জানিয়েছি।
মেলা সফল করার জন্য তিনি জেলা প্রশাসন, সকল রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা কামনা করেন।
মেলার আয়োজক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খায়রুল ইসলাম মনুয়ার। তার সঙ্গে আছেন সহ-সভাপতি মনোয়ার হোসেন ডালি, পরিচালক আব্দুল্ল আওয়াল এবং অন্যান্য পরিচালকবৃন্দ।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সভাপতি খায়রুল ইসলাম, মোঃ আব্দুল আওয়াল, মুনিরুল ইসলাম, মোঃ মসিবুর রহমান, আনোয়ার হোসেন টুনু প্রমুখ।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: