[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে “নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চাই” শীর্ষক বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

আসাদুল্লাহ

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ২১:৩৩

ছবিঃ আলোকিত গৌড়

“নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চাই” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে নামেটিকরামপুর মাদরাসা মোড়ে এ সভার আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি এবং ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তসিকুল ইসলাম। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় নেতৃবৃন্দ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি স্পষ্ট ও সময়োপযোগী রোডম্যাপ প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর