চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে পড়ে সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে পড়ে সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে গোমস্তাপুরের বংপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক গোমস্তাপুর উপজেলার ইসলামপুর এলাকার মৃত ওয়েজ উদ্দীনের ছেলে।
এঘটনায় গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, আড্ডা হতে ব্যাটারি চালিত অটোযোগে বাড়ি যাচ্ছিলেন আব্দুল খালেক। পথে তিনি ঘুমিয়ে পড়েন এবং ঘুমন্ত অবস্থায় রহনপুর পৌর এলাকায় রাস্তায় পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিলে তাদের একটি দল আব্দুল খালেককে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: