দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবছর এইচএসসি পরীক্ষায় অটোপাসের দাবী গুটিকয়েক পরীক্ষার্থীর।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর কলেজমোড়ে এইচএসসি পরীক্ষা বন্ধ ও অটোপাশের দাবিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ করে পরীক্ষার্থীদের একাংশ।
রবিবার সকাল ১১ টার সময় ৫টি দাবী নিয়ে মানববন্ধন ও রাস্তা অবরোধ করে এইচএসসি শিক্ষার্থীরা। যার ফলে যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে পরীক্ষার্থীদের দাবী, নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা গ্ৰহণ ও ফলাফল প্রকাশে ডিসেম্বর মাস চলে আসবে। এতে তাদের সময় অপচয় ও আগামীর জীবন বাঁধাগ্ৰস্থ হবে বলে দাবী করে তারা। তাই দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবছর এইচএসসি পরীক্ষায় অটোপাসের দাবী গুটিকয়েক পরীক্ষার্থীর।
এমতাবস্থায় স্থানীয় ব্যক্তিবর্গের সাথে আলোচনার মাধ্যমে রাস্তা থেকে সরে দাঁড়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: