সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের চার পৌরসভা যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, শিবগঞ্জ পৌরসভা, রহনপুর পৌরসভা ও নাচোল পৌরসভার মেয়রদের অপসারন করা হয়েছে। একই সঙ্গে অপসারিত হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানরাও। চেয়ারম্যান ও মেয়রদের অপসারণ করে ইতোমধ্যে প্রশাসকও নিয়োগ স্থানীয় সরকার বিভাগ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেয়র অপসারিত হবার পর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওকে, শিবগঞ্জ পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদকে, রহনপুর পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামকে এবং নাচোল পৌরসভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মাহবুব আলম স্বক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।
অন্যদিকে জেলা পরিষদের জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিনকে অপসারণ করে প্রশাসক হিসেবে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনকে, এবং চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করে ওই উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: