[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে গ্রীন ভিউ স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৪, ২৩:০৭

রোকসানা আহমদ -ফাইল ছবি

বুধবার সকালে গ্রীন ভিউ স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়ে প্রধান শিক্ষক রোকসানা আহমদের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন।

শিক্ষার্থীদের দাবির মুখে গ্রীন ভিউ স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আহমদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা ।

বুধবার সকালে গ্রীন ভিউ স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়ে প্রধান শিক্ষক রোকসানা আহমদের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন।

পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে রোকসানা আহমদের পদত্যাগ দাবি করতে থাকেন তারা। এ সময় অবস্থানরত শিক্ষার্থীদের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা তাদের আশ্বস্ত করলে তারা আন্দোলন শেষ করে শিক্ষার্থীরা।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর