আহত সাংবাদিকরা (বাম দিকে ঢাকা পোস্টের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ডানে আলোকিত গৌড়ের বার্তা সম্পাদক ইসারুল হক)
চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন দুইজন সাংবাদিক।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ফিল্টের হাট এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
হামলার স্বীকার দুই সাংবাদিক হলেন, আলোকিত গৌড়ের বার্তা সম্পাদক ইসারুল হক (ইমরোজ) এবং ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আশিক আলী।
স্থানীয়দের দেয়া তথ্য ও ভুক্তভোগী সাংবাদিকদের থেকে জানা যায়, হামলাকারীরা হলো গণঅধিকার পরিষদ ও দলটির ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মী।
হামলার পরে উত্তেজিত জনতা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওয়াহিদুজ্জামান শাহিনকে পুলিশের হাতে তুলে দেন। এবং সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি আল আমিন ও সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হাসান কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আহত সাংবাদিক আশিক আলী জানান, ফিল্টের হাট এলাকায় একটি বালুমহল লুটপাট হচ্ছে এমন খবরে সংবাদ সংগ্রহে যান দুজন। এতে ক্ষীপ্ত হয়ে তাদের উপর হামলা চালায় গনঅধিকার পরিষদের নেতা কর্মীরা। এসময় লোহার রড ও লাথ কিল ঘুষি মেরে আহত করে মোবাইল ফোন কেড়ে নেয়। এ ঘটনায় সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন আহত সাংবাদিকরা।
লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন সদর থানার ওসি এস এম জাকারিয়া। তিনি জানান, উভয়পক্ষকে নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে। নিষ্পত্তি করা না গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: