[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

শিবগঞ্জে ট্রাক খাদে পড়ে ২জন নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৪, ১১:৫৫

ছবি-সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে ট্রাকে থাকা দুজন নিহত হয়েছেন।

 আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দুজন হলেন, দায়পুকুরিয়া ইউনিয়নের সোনাপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো ফানু (৪৫) এবং একই গ্রামের হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু (৪৭)।

এলাকাবাসী জানায়, কানসাট বাজার থেকে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে দায়পুকুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে যাচ্ছিলেন ফানু ও আব্দুর রাজ্জাক। সোনাপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাতে ঘটনাস্থলেই দুজন মারা যান তারা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর