[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে সুজনের মানববন্ধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৪, ১৮:৪০

রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক- সুজন।

 

আজ (শনিবার) সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে প্রায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ শ্লোগানকে সামনে রেখে মানববন্ধনে বক্তব্য রাখেন, সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আসলাম কবির, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু, সামশুল ইসলাম টুকু, ডাবলু কুমার ঘোষ, সিনিয়র আইনজীবী ইশাহাক আলী, ডা. আব্দুস সামাদ, এ্যাড. নূরে আলম সিদ্দিকী আসাদ, এ্যাড. আসলাম উদ দৌলা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সেখানে বক্তারা, বিগত সরকারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবী জানান। পাশাপাশি চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের সাহায্যার্থে সকলকে এগিয়ে আসারও আহবান জানান বক্তারা।

মানববন্ধন কর্মসুচিতে সুজন নেতৃবৃন্দের পাশাপাশি গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়ন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর