[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নুরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৪, ২৩:০৮

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নুরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

 

আজ (শনিবার) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা জামায়ামের আমীর আবুজার গিফারী, জেলা জামায়ামের সেক্রেটারি মোঃ আবু বাক্কার, সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমানসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় নুরুল ইসলাম বুলবুল সাম্প্রতিক ছাত্র গণ আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন এবং ছাত্র জনতার ত্যাগকে সমুন্নত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। সংকটকালীন পরিস্থিতি চাঁপাইনবাবগঞ্জসহ কেন্দ্রীয় জামায়াতের ভূমিকা তুলে ধরেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে নুরুল ইসলাম বুলবুল বলেন, “স্বাধীন বাংলাদেশে বলা যায় আমরা পরাধীন ছিলাম। ৭১ সালে স্বাধীনতা পেলেও আমরা এতোদিন পরাধীনতার জিঞ্জির বাঁধা ছিলাম। এখন নতুনভাবে আমরা দ্বিতীয় অধ্যয়ে এসে উপনিত হয়েছি। এসময়ে এসে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এখন আর চিন্তা করার অবকাশ নেই। গণমাধ্যমের স্বাধীনতা যদি বিবেক দিয়ে পরিচালিত হয় তবে ভারসম্য হবে। যেটা যৌক্তিক, সুন্দর, সত্য, বস্তুনিষ্ঠ সেটা তুলে ধরার স্বাধীনতা থাকা উচিত। আমি বিশ্বাস করি এই সুযোগ এখন আছে এবং আগামীতেও থাকব”।

পরিশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, চাঁপাইনবাবগঞ্জের বৈষম্যের শিকার বিষয়গুলো চিহ্নিত করে সবাইকে সাথে নিয়ে তার নিরসনে কাজ করার কথা জানান নুরুল ইসলাম বুলবুল।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর