ঢাকায় সচিবালয়ে দুই সমন্বয়ককে আটকিয়ে রাখা সহ সাধারণ শিক্ষার্থীদের উপর গু'লি বর্ষণ ও সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহত হওয়ার প্রতিবাদে রাতে চাঁপাইনবাবগঞ্জ আনসার ক্যাম্প ঘেরাও করে ছাত্ররা।
এর আগে জাতীয়করণের একদফা দাবিতে রবিবার দুপুর ১২টার পর থেকে সচিবালয়ে সামনে বিক্ষোভ করেন আনসার সদস্যরা। তারা সচিবালয়ের সবগুলো গেট অবরুদ্ধ করে রাখে। তাই সচিবালয় থেকে কেউ বের হতে কিংবা প্রবেশ করতে পারছিলেন না। সেখানে উপদেষ্টাদেরও অবরুদ্ধ করে রাখে তারা।
এরপর রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে অবরুদ্ধের বিষয়টি জানিয়ে পোস্ট দিলে, শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের অভিমুখে রওয়ানা হন। অতপর রাত ৯টা ২০ মিনিটের দিকে শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এবং আনসার সদস্যদের দিক থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ারও খবর পাওয়া যায়। একপর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা আনসার সদস্যদের ধাওয়া করে। এ সময় আনসার সদস্যরা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান।
এসময় সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গুরতর আহত হন। এমন পরিস্থিতিতে রাতেই চাঁপাইনবাবগঞ্জ আনসার ক্যাম্প ঘেরা্ও করে সাধারণ শিক্ষার্থীরা। সেসময় আনসার ক্যাম্পের গেটের সামনে বিক্ষোভ করে তারা। সেখানে আনসার ব্যাটেলিয়ানের একজন সদস্য জানান, ঢাকায় আন্দোলনকারী আনসার সদস্যদের সাথে তাদের কোন সম্পর্ক নাই। অতপর ছাত্রদের বুঝিয়ে শান্ত করেন ব্যাটেলিয়ানের সদস্যরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এব্যাপারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার, যাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাই।’
অন্তর্বতী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘প্রধান উপদেষ্টা আজ ঐক্য ধারণের আহ্বান জানিয়েছেন। আমরা আনসারদের সব দাবি-দাওয়া মেনে নেবো বলে আশ্বাস দিয়েছিলাম। এর জন্য আমরা সময় চেয়েছিলাম। কিন্তু এরপরেও তারা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে ছাত্ররা তাদের সেখান থেকে সরিয়ে দেয়।’
তিনি আরোও বলেন, 'এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ মনে হচ্ছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।’
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: