[email protected] বুধবার, ২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বিএনপি নেত্রী শাহানাজ খাতুনের মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুলাই ২০২৫, ১৮:০০

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহানাজ খাতুনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় ভোলাহাট প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বিএনপি নেতা মো. খিজির হায়াত মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. জহিরুল ইসলাম, যুবদল নেতা মো. আজিম, ছাত্রদল নেতা মো. মাসুদ রানা, মোসা. বিউটি, মো. আব্দুল হাই ও মো. আনোয়ার পারভেজ আদিত্য প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত হত্যাচেষ্টার মামলায় শাহানাজ খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা তার নিরপরাধ দাবি করে অবিলম্বে মুক্তি দাবি করেন।

প্রসঙ্গত, গত ২৩ জুন ভোলাহাট উপজেলার চরধরমপুর মিস্ত্রিপাড়ায় পারিবারিক কলহের এক ঘটনায় সাইবুর রহমান (৪৪) নামে এক ব্যক্তি তার স্ত্রী তাজকেরা খাতুনের হামলার শিকার হন। এ সময় তাজকেরা গরম ডাল তার স্বামীর গায়ে ঢেলে দিলে সাইবুর রহমানের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় হত্যাচেষ্টার মামলায় উসকানিদাতা হিসেবে শাহানাজ খাতুনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর