বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মো.হারুনুর রশীদ ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা ও একাধিক মামলার আসামী ওমর ফারুক একই মঞ্চে অনুষ্ঠান করেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চরবাগডাঙা ইউনিয়নে বিগ ক্রিকেট টূর্ণামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.হারুনুর রশীদ। এসময় মঞ্চের সামনের সারিতে হারুনের বাম পাশে বসে থাকতে দেখা যায় চরবাগডাঙা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও একাধীক মামলার আসামী ওমর আলী ও সদর উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল ইসলাম, কৃষক লীগ নেতা এনামুল হক কে।
পাশাপাশি একই মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।
এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
তবে মুঠোফোনে বক্তব্য জানতে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করলেও পরবর্তীতে কথা বলবো বলে আর ফোন ধরেন নি বিএনপি নেতা হারুনুর রশীদ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া বলেন, আমি শুনলাম একটি অনুষ্ঠানে বিএনপির কিছু নেতাকর্মী গিয়েছিলেন, সেখানে আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলো, এটা বিএনপির আদর্শের সাথে যায়না। আমি এই বিষয়ে তথ্য নিয়ে লিখিতভাবে কেন্দ্রে জানাবো।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো: রফিকুল ইসলাম বলেন, বিএনপির নামে কেউ যদি আওয়ামীলীগের নেতাকর্মীকে পুনর্বাসন করার চেষ্টা করে সে আসলে প্রকৃত বিএনপি না। যে এটা করেছে সে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে তাই সে করেছে।
তিনি বলেন আরো বলেন, বিএনপির নেতাকর্মী কম নায় যে আওয়ামিলীগকে নিয়ে প্রোগ্রাম করতে হবে! উনি এখন বুঝতে পেরেছে উনি বিএনপির প্রার্থী নয়, এজন্য উনি আওয়ামিলীগের ঘাড়ে চরে ভোট করার চেষ্টা করছে।
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: