[email protected] শনিবার, ৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

সদর উপজেলার ১৪টি ইউনিয়নে জামায়াতের উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরণ

মাহমুদুল তুষার

প্রকাশিত: ৪ জুলাই ২০২৫, ১৪:৪৯

ছবি: আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২ ও ৩ জুলাই উপজেলার ১৪টি ইউনিয়নে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমীর হাফেজ আব্দুল আলীম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আব্দুল আলীম বলেন, “জুলাই-আগস্ট আন্দোলন ছিলো স্বৈরাচার পতনের গণআন্দোলন। এই আন্দোলনে দেশের সাধারণ জনগণ বিশেষ ভূমিকা পালন করে একটি জগদল পাথরের মতো বসে থাকা সরকারকে সরিয়ে দিয়েছে। আমরা শহীদদের স্মরণে এই আয়োজন করেছি।

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও বিপদে-আপদে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।”

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর