শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত ৯ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে রেফারী পরীক্ষায় সফল হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ আমিরুল ইসলাম আনু
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত ৯ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে রেফারী পরীক্ষায় সফল হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ আমিরুল ইসলাম আনু।
গত ২ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত এশিয়ান কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই রেফারী লাইসেন্স পরীক্ষায় এশিয়ার ৯টি দেশের ৭৫ জন অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে আনু জাজ-বি লাইসেন্স পরীক্ষায় কৃতকার্য হন।
মোহাম্মদ আমিরুল ইসলাম আনু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের লাখেরাজ পাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের জাতীয় জাজ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত এবিসি মার্শাল আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান কোচ।
আনু জানান, “শ্রীলঙ্কায় আন্তর্জাতিক পর্যায়ের এই রেফারী পরীক্ষায় অংশগ্রহণ করা ছিল আমার জন্য একটি বড় সুযোগ। আলহামদুলিল্লাহ, সফলভাবে উত্তীর্ণ হতে পেরে আমি গর্বিত।”
তিনি আরও জানান, বিভিন্ন স্কুল-কলেজে কারাতে প্রশিক্ষণের পাশাপাশি তিনি আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দিয়ে নারী ক্ষমতায়নে অবদান রাখছেন।
আনু শুধু রেফারী লাইসেন্স অর্জনেই থেমে থাকেননি, তিনি দক্ষতার সাথে চ্যাম্পিয়নশিপের বিচারকার্যও পরিচালনা করেছেন, যা দেশের জন্য একটি গৌরবজনক অর্জন।
আলোকিত গৌড়/এফ.এ
মন্তব্য করুন: