[email protected] বৃহঃস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২

ভোলাহাটে ২৫ বছর পর পুনরায় চালু হলো ঐতিহ্যবাহী বুধবারি হাট

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ২২:৪৪

ছবিঃ আলোকিত গৌড়

দীর্ঘ ২৫ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হলো চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের ঐতিহ্যবাহী বুধবারি হাট। ১৬ জুলাই (বুধবার) বারোইপাড়া স্কুল সংলগ্ন এলাকায় এই হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

হাটের উদ্বোধন করেন দলদলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একটিভ মডেল একাডেমির পরিচালক মোঃ মাসুদ রানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী।

উদ্বোধনের সময় ফিতা কেটে হাটের আনুষ্ঠানিক ঘোষণা দেন চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু। এসময় তিনি বলেন, “এই হাট একসময় এলাকার মানুষের প্রাণ ছিল। নানা কারণে এটি বন্ধ হয়ে গেলে মানুষকে দূরের হাটে যেতে হতো। এলাকাবাসীর দাবি ও প্রচেষ্টায় আমরা আবারও হাটটি চালু করতে পেরেছি, যা সবার জন্যই আনন্দের।”

হাটে বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যায়। শাকসবজি, ফলমূল, মসলা, মিষ্টান্নসহ নানান পণ্য বিক্রি শুরু হচ্ছে, যা স্থানীয় বাজার ব্যবস্থায় নতুন প্রাণ ফিরিয়ে এনেছে।

স্থানীয়রা জানান, মহানন্দা নদীর তীরে হাটটির অবস্থান হওয়ায় এটি শুধুমাত্র কেনাবেচার কেন্দ্র নয় বরং এক দর্শনীয় স্থান হিসেবেও পরিচিত হয়ে উঠেছে। হাট পুনরায় চালু হওয়ায় খুশি এলাকাবাসীসহ ব্যবসায়ীরা।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর