বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার ২০২৫ (ষান্মাসিক) সাংগঠনিক সেশনের বাকি সময়ের জন্য নতুন নেতৃত্বের অভিষেক সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টায় জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সদস্য বৈঠকে ব্যালটভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন মোঃ মামুন হাসান।
সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়ার উপস্থিতিতে সদস্যদের সরাসরি ব্যালট ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে মোঃ মামুন হাসানকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এরপর নবনির্বাচিত সভাপতি সদস্যদের পরামর্শ গ্রহণের ভিত্তিতে মোঃ শহিদুজ্জামানকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুস্তাকুর রহমান জাহিদসহ শিবিরের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা।
সভায় কেন্দ্রীয় প্রতিনিধি ছাত্র আন্দোলনের বর্তমান প্রেক্ষাপট, দায়বদ্ধতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, "সততা, যোগ্যতা ও দায়িত্বশীলতা দিয়েই নেতৃত্বকে প্রমাণ করতে হবে।"
অনুষ্ঠানের শেষাংশে নবনির্বাচিত সভাপতি মোঃ মামুন হাসান দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: