চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উপর উজিরপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২০ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, দুপুরে পদ্মা নদীতে বেশ কয়েকজন শিশু গোসল করতে নামে। এ সময় আনিম আলী (১১) নামের এক শিশু পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে যায় মীম আক্তার (১১)। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুজনই পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
নিহত আনিম আলী ও মীম আক্তার উজিরপুর ইউনিয়নের উপর উজিরপুর গ্রামের বাসিন্দা। আনিম ওরম আলীর ছেলে এবং মীম মুকুল আলীর মেয়ে।
এ বিষয়ে নিশ্চিত করেছেন উজিরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য ফাহিমা খাতুন।
এদিকে, একই দিনে সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়া গ্রামে বজ্রপাতে মারা যায় রহিদ সিংহ নামের এক স্কুল শিক্ষার্থী।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলী জানান, উপজেলায় তিনজন শিশুর মৃত্যুর বিষয়টি জানা গেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: