[email protected] সোমবার, ২১ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২

সোনামসজিদ সীমান্তে যৌথ অভিযানে মাদক ও নগদ টাকা সহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ১২:৫৮

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ করে তিনজনকে আটক করা হয়েছে।

আজ ২১ জুলাই ২০২৫, সকাল ৮টায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ সোনামসজিদ বিওপির এলাকায় সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে মো. আমীর হোসেনের বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির মালিক মো. আমীর হোসেন (পিতা: মো. হাবিবুর রহমান), মো. বাহাদুর হোসেন (২৫) এবং মোসা. জেসমিন (২৫)কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ লক্ষ ২৮ হাজার টাকা নগদ অর্থ জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিদের সবাই পিরোজপুর গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদক পাচার ও অবৈধ মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। জব্দকৃত মাদক ও নগদ অর্থসহ আটকদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মাদক ও চোরাচালান রোধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় আরও কঠোর নজরদারি ও যৌথ অভিযান বাড়ানো হবে।"

বিজিবি ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত এই অভিযান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর