[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকল শিক্ষার্থী উপস্থিত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

অশ্লীল ব্যবহারের অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৪, ১৫:১৮

অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার্থীদের সাথে অশ্লীল ও বাজে ব্যবহারের অভিযোগে রাজারামপুর এলাকার ‌রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এর পদত্যাগের দাবি- সংগৃহিত ছবি

রাজারামপুর এলাকার ‌রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এর নানা অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার্থীদের সাথে অশ্লীল ও বাজে ব্যবহারের অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা ।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৮ নং ওয়ার্ড নামো রাজারামপুর এলাকার ‌রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এর নানা অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার্থীদের সাথে অশ্লীল ও বাজে ব্যবহারের অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা ।


আজ ২৮/৮/২০২৪ বুধবার বেলা ১১.০০ টার দিকে রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকল শিক্ষার্থী উপস্থিত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।


এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এর নানা রকম অনিয়ম এবং আর্থিক লুটপাট ও অশালীন ব্যবহারের কথা। তার প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও দুর্নীতি কথা তুলে ধরেন এবং কি কারণে ২ দিন ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপস্থিত আছে তা জানতে চান।


পরবর্তীতে শিক্ষার্থীদের একটি টিম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাঃ পাপিয়া সুলতানা এর কাছে জান। তিনি শিক্ষার্থীদের থেকে সকল তথ্য শুনেন এবং প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামকে পদত্যাগ করিয়ে নতুন ভাবে প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার আশ্বাস দেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর