[email protected] বুধবার, ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ইউনাইটেড পিপলস বাংলাদেশের মতবিনিময় ও শোকসভা অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ২৩:০৭

ছবিঃ আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড ভিলেজ রেস্টুরেন্টে আজ সকালে ইউনাইটেড পিপলস বাংলাদেশের আয়োজনে এক মতবিনিময় সভা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া এই আয়োজনে সাম্প্রতিক মাইলস্টোন স্কুলে সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণে শোক প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তিনি তার বক্তব্যে বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন ছাড়া নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়। আমাদেরকে অবশ্যই জুলাই সনদ ঘোষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

এসময় তিনি মাইলস্টোন স্কুল দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং বলেন, এই দুর্ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জনবহুল এলাকার নিকটে প্রশিক্ষণ বিমান চলাচল বন্ধ করতে হবে এবং আধুনিক ও নিরাপদ বিমান সংগ্রহ করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ

সভাপতিত্ব করেন জেলা সংগঠক মো. ইয়াকুব আলী। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা নাঈমুর রহমান দুর্জয়, তৌসিব মাহমুদ সোহান, জেলা সংগঠক সুমন আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শোকসভায় বক্তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বক্তারা দ্রুত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান।

উল্লেখ্য, মাইলস্টোন স্কুলে সংঘটিত এই দুর্ঘটনায় একদল শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন, যা সারাদেশে শোকের ছায়া ফেলেছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর