চাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঢাকার উত্তরায় সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবুজার গিফারী। তিনি তার বক্তব্যে বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। আল্লাহ তাআলা যেন মৃতদেরকে ক্ষমা ও রহমত দান করেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েবে আমীর ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরসহ জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে কোরআন তিলাওয়াত, বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে নিহতদের আত্মার শান্তি ও আহতদের পূর্ণ সুস্থতা কামনা করা হয়। এ সময় উপস্থিত সকলেই মানবিক বিপর্যয়ে একাত্মতা প্রকাশ করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: