চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সাপের কামড়ে দুই নারী মারা গেছেন। ঘটনাগুলো বুধবার (২৩ জুলাই) সকালে ঘটে।
নিহতরা হলেন নাচোল উপজেলার মাধবপুর গ্রামের শাহিদা বেগম (৩৫) এবং রেললাইনপাড়ার লতিফা বেগম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে শাহিদা বেগম বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এমন সময় একটি গোখরা সাপ তাকে কামড় দেয়। তাকে প্রথমে স্থানীয় ওঝার কাছে নেওয়া হয়, কিন্তু ঝাড়ফুঁকে কোনো উন্নতি না হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অন্যদিকে, লতিফা বেগমকেও সাপে কামড় দেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে হাসপাতালে নিলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দারা জানান, দুটি ঘটনাতেই বিষধর গোখরা সাপের কামড়ে মৃত্যু হয়েছে। সাপ দুটিকে পরে মেরে ফেলা হয়।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: