চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, নাচোল এবং সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।
শিবগঞ্জ পৌরসভার বাগানটুলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে মো. সাফিউল ইসলাম নিরব ওরফে কানা নিরব (২৭), পিতা-মো. রবিউল ইসলাম রবু। তিনি শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
এদিকে নাচোল থানা পুলিশের পৃথক মামলায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কি করা হলো, নাচোল পৌরসভার ইসলামপুর গ্রামের মৃত বেলাল আনসারীর ছেলে মো. মঞ্জুর আনসারী (৪২)। তিনি আওয়ামী লীগের নাচোল পৌরসভার সদস্য। তার বিরুদ্ধে ৭ মার্চ ২০২৫ তারিখে দায়েরকৃত এফআইআর নম্বর ৩ ও জি.আর নম্বর ৩০/২০২৫ অনুযায়ী মামলা রয়েছে। মামলায় দণ্ডবিধি ১৪৩/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬(২)/১১৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৫/৬ ধারা সংযুক্ত রয়েছে।
এবং নাচলের ঘিওন ডাউনপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে মো. আমিত হাসান মিঠুন (২৭)। সে আওয়ামী যুবলীগের নাচোল উপজেলা শাখার সক্রিয় সদস্য।
তার বিরুদ্ধে দায়েরকৃত এফআইআর নম্বর ৯, তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ এবং জি.আর নম্বর ২৬/২০২৫ অনুযায়ী একই ধারায় অভিযোগ আনা হয়েছে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকা থেকে দুরুল হুদা এবং হুজরাপুর জেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে মো. শহিদুল ইসলাম শহীদ (পিতা-মৃত আব্দুল মালেক) নামের আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: