চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন রেজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা ও অপরজন গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামান উদ্দীন।
হুমায়ুন রেজাকে তার নয়াদিয়াড়ী গ্রামের বাসা থেকে এবং জামানকে নিমতলা কাঠাল মাদ্রাসা মোড় থেকে জনতা আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়। দুইজন আওয়ামী লীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার সেকেন্ড অফিসার এসআই কবির।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: