[email protected] শনিবার, ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২

গোমস্তাপুরে কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ২০:৩৯

ছবিঃ আলোকিত গৌড়

'জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেন ও বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি জিন্নাউল আউয়াল এর সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সারওয়ার হাবিব, ভিশন স্কুলের পরিচালক তরিকুল ইসলাম বকুল প্রমুখ। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি, তোজাম্মেল হোসেন একাডেমীর প্রধান শিক্ষক সালেহ আহম্মেদ বাচ্চু, মহালড্রীম আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, গ্রিনভিউ স্কুলের প্রধান শিক্ষক শায়লা পারভিন প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলার ২৮টি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণীর প্রায় চার শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর