[email protected] শনিবার, ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা ও মশারি বিতরণ

জাহিদুর রহমান

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ২৩:২৯

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসচেতনতা ও মশারি বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখা এবং আন নাসীহা ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে শহরের দুটি ভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামী দ্বিতীয় দফায় শহরের শিবতলা বেলতলা এলাকায় "জাবালে নূর মাদ্রাসা"র সামনে মশারি বিতরণ করেছে। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আমির মাওলানা আবু জার গিফারী এবং পৌর আমির হাফেজ গোলাম রব্বানী। আরও উপস্থিত ছিলেন পৌর নায়েবে আমীর শফিক এনায়েতুল্লাহ, পৌর সেক্রেটারি মোক্তার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একই দিনে বিকেলে শহরের বালুবাগান এলাকায় আন নাসীহা ফাউন্ডেশন তাদের দ্বিতীয় দফার মশারি বিতরণ কর্মসূচি পালন করে। এই উদ্যোগে অংশ নেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, সংগঠনের সভাপতি হাফেজ গোলাম রব্বানী, ফাউন্ডেশনের সেক্রেটারি মোক্তার হোসেন, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল ও বিশিষ্ট ব্যবসায়ী আশিক পারভেজ শাহীনসহ অন্যান্য সদস্যরা।

উভয় সংগঠনই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজের অসহায় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণসহ কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর