চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে 'জুলাই-আগস্ট গণহত্যা'র বিচারের দাবিতে 'জুলাই দ্রোহ' কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) শিবগঞ্জ পৌর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শাখার সভাপতি মো. মামুন হাসান এবং সঞ্চালনায় ছিলেন অফিস সম্পাদক মো. সাকিল হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন শিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ জুবায়ের, মো. সেলিম রেজা, জেলা সেক্রেটারি শহিদুল্লাহসহ স্থানীয় শিবির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “জুলাই মাসে সংঘটিত গণহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। যারা এই হত্যাকাণ্ডে জড়িত, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে।”
তারা আরও বলেন, “এই বর্বর হত্যাকাণ্ড দেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। জাতির স্বার্থে এ ঘটনার বিচার এখন সময়ের দাবি।”
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: