[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

জাহিদুর রহমান

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ২৩:২১
আপডেট: ২৮ জুলাই ২০২৫ ০০:০৭

সংগৃহিত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

ঘোষিত কমিটিতে মো. তবিউল ইসলাম তারিককে আহ্বায়ক এবং মো. ফারুক হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইবনে হাবিব আল মারুফ, মো. হাসান ইমতিয়াজ।

কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন গোলাম কিবরিয়া শাওন। এছাড়া কমিটিতে ৫১ জনকে সদস্য হিসেবে স্থান দেওয়া হয়েছে, যার মধ্যে আছেন আ. রহমান অনু, আব্দুল লতিফ, অ্যাড. আব্দুস সালাম, মনিরুজ্জামান মনির, রুবেল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আহবায়ক তালিকা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর হবে।

এ কমিটির মাধ্যমে জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর