বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে দরিদ্র ও অসহায় শ্রমিকদের মাঝে ছাগল বিতরণ করা হয়।
সোমবার (২৮ জুলাই) বিকাল ৫টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মহারাজপুর ইউনিয়নে অবস্থিত উপজেলা শ্রমিক অফিসে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সভাপকি ফরহাদ আহমেদ সায়িমের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নূরুল ইসলাম বুলবুল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি মনিমুল হক, সদর উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ আব্দুল আলীম, আব্দুর রহমান, মহারাজপুর ইউনিয়নের উপদেষ্টা মো: আব্দুল আলিম সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, “শ্রমিক শ্রেণির মানুষ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে হবে, যাতে শ্রমিকরা তাদের মর্যাদা পায়।”
রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা দেখছি কিছু রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে মরিয়া হয়ে পড়েছে। কিন্তু জনগণের ভোটাধিকার নিশ্চিত না করে নির্বাচন আয়োজন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার আগে বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরও বলেন, “যাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই জুলাই মাসেই ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে এবং এতে সব পক্ষের স্বাক্ষর নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠান শেষে নির্বাচিত শ্রমিকদের মাঝে মোট ২০টি ছাগল বিতরণ করা হয়।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: