বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সেলাই মেশিন বিতরণ করা হয়।
বুধবার (৩০ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মহিলা বিভাগের অফিসে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি পালন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি এনায়াতুল্লা ‘র সভাপতিত্বে এবং সেক্রেটারি মনিরুল ইসলামের পরিচালনায় শিবতলায় পৌর মহিলা জামায়াতের অফিসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো: নূরুল ইসলাম বুলবুল।
প্রধান অতিথির বক্তব্যে মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, নতুন বাংলাদেশে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবার আগে নারীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা হবে। ভিন্ন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু হিসেবে বিবেচনা করা হবে না। রাষ্ট্রের দৃষ্টিতে সকল ধর্মের মানুষ সমান এবং সমান সুযোগ-সুবিধা ও মর্যাদা লাভ করবে। তিনি উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ আমার বোনের মতো, কেউ আমার মায়ের মতো। আপনাদের সহযোগিতায় আগামীতে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনকে বাংলাদেশের মধ্যে একটি মানবিক ও ক্যালণ সমাজ হিসেবে বিনির্মাণ দৃষ্টান্ত স্থাপন করা হবে। তিনি দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী সহ স্থানীয় নেতৃবৃন্দ । সভা শেষে, ১৩টি সেলাই মেশিন ১৩জন প্রশিক্ষিত নারীর মাঝে বিতরণ করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: