চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩১ জুলাই) বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গোমস্তাপুর বাজারে পথসভা ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করা হয়।
পথসভা ও লিফলেট বিতরণ এর সভাপতিত্ব করেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রাইহান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ( ভারপ্রাপ্ত) আহবায়ক মোয়াজ্জেম হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, ও রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সোহরাব, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ,গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ, রাধানগর ইউনিয়ন, সাধারণ সম্পাদক, শামিউল ইসলাম বাবুল, চৌডালা ইউনিয়ন, বিএনপির সভাপতি মুন্তাজ আলী, রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম,রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব, ইসমাইল হোসেন, বিএনপি নেতা সাজ্জাদ, বিপ্লব, যুবনেতা, রবিউল ইসলাম, প্রমূখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভাটি সঞ্চালনা করেন যুবদল নেতা আল-আমিন বিশ্বাস।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: