চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ সোনামসজিদ স্থলবন্দরের পরিধি বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, আন্তঃদেশীয় বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে বন্দরটির গুরুত্ব বিবেচনায় নিয়ে এর সম্প্রসারণে বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে সোনামসজিদ স্থলবন্দরে স্থানীয় প্রশাসন, কাস্টমস ও ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
নৌ উপদেষ্টা বলেন, “সোনামসজিদ স্থলবন্দরটি একটি পুরোনো ও গুরুত্বপূর্ণ বন্দর। ব্যবহারকারীরা এর পরিধি বাড়ানো ও একটি লিংকরোড স্থাপনের দাবি জানিয়েছেন। সে অনুযায়ী জেলা প্রশাসককে উন্নয়ন পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “বিশ্বব্যাংকের সহায়তায় দেশের কয়েকটি স্থলবন্দর উন্নয়ন করা হয়েছে। পরবর্তীতে বিশ্বব্যাংকের কোনো প্রকল্প থাকলে সোনামসজিদ বন্দরের সম্প্রসারণে তা কাজে লাগানো হবে। এছাড়া আমদানি-রপ্তানির সুবিধার্থে একটি লিংকরোডও স্থাপন করা হবে।”
মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওহেদ বলেন, “আজকের মতবিনিময় অত্যন্ত সফল হয়েছে। বিভিন্ন বন্দরের সমস্যাগুলো আলোচনায় এসেছে এবং উপদেষ্টা সমাধানের আশ্বাস দিয়েছেন।”
সভায় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিউজ্জামান, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম এবং পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা।
স্থানীয় ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের মতে, এই বন্দর সম্প্রসারণ ও যোগাযোগব্যবস্থা উন্নয়ন হলে দেশের পশ্চিমাঞ্চলে আমদানি-রপ্তানির গতি আরও ত্বরান্বিত হবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: