[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৩ শ্রাবণ ১৪৩২

ভোলাহাটে জুলাই গণ-অভ্যুত্থানের দিবসে জামায়াতের গণ মিছিল

আলি হায়দার রুমান

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫, ১৯:৫২

ছবিঃ ভোলাহাটে জুলাই গণ-অভ্যুত্থানের দিবসে জামায়াতের গণ মিছিল/আলোকিত গৌড়

ভোলাহাট উপজেলা জামায়াতের ইসলামীর ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দিবস বর্ষপূতি উপলক্ষে গণ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) বিকেল ৫ টার দিকে ভোলাহাট মোহবুলস্না কলেজ মাঠ থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ের এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণ মিছিলে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমির মাও. মো. শামসুজ্জামান আলকাশ, নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, বাইতুলমাল সেক্রেটারি ক্বারী মাও. মো. আলাউদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আব্দুল্লাহসহ অন্যরা।

সমাবেশে জামায়াতের নেতারা বলেন,আন্তর্বকালীন সরকার একটি রক্তাক্ত জুলাইয়ের উপরে টিকে আছে। এই সরকার শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এক বছরেও সেই রক্তের মূল্য দিতে ব্যর্থ হয়েছে। শহীদদের পূর্ণাঙ্গ তালিকা আজও প্রকাশ করা হয়নি, আহত ও পঙ্গু ভাইদের চিকিৎসার কোনো সুব্যবস্থা নিশ্চিত হয়নি।

তারা আরো বলেন, ফ্যাসিবাদী নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঘুরে বেড়াচ্ছে ও সশস্ত্র কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। যেসব পুলিশ সদস্য ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল তাদের একজনেরও বিচার এখনও সম্পন্ন হয়নি। বরং বিচারের নামে দীর্ঘসূত্রতা ও টালবাহানা চলছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আব্দুল্লাহ বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ইসলামি ছাত্রশিবিরের নিবেদিত প্রাণ শহীদ আসাদুল্লাহ তুহিনের নির্মম হত্যাকান্ডের সাথে জরিত তাদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। বিচার প্রক্রিয়ায় অনীহা ও কালক্ষেপণ কোনো ভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি আরো বলেন, জুলায়ের এক বছর পরে আবারো ট্যাগিং রাজনীতি শুরু হয়েছে। ট্যাগিং দিয়ে আর কাউকে দমিয়ে রাখা যাবে না। আমরা দৃঢ়ভাবে জানিয়ে দিতে চাই, ইসলামী ছাত্রশিবির শহীদের রক্তের সাথে কখনোই বেঈমানি করবে না। আমরা শহীদের আদর্শ বুকে ধারণ করে সকল জুলুম ও ফ্যাসিবাদকে পরাজিত করে ইসলামী ছাত্রশিবির ছাত্রদের নিয়ে এগিয়ে যাবে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর