[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৩ শ্রাবণ ১৪৩২

গোমস্তাপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিলে ব্যাপক সমাগম

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫, ২১:২৫

ছবিঃ আলোকিত গৌড়

রহনপুর পৌরসভা ও গোমস্তাপুর উপজেলা জামায়াতে ইসলামির ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবসের বর্ষপূতি উপলক্ষে ব্যাপক সমাগমে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫ টার দিকে রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ মাঠ থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর স্টেশন বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চাঁপাইনবাবগন্জ জেলা সহকারী সেক্রেটারি ড.মু. মিজানুর রহমান,জামায়াত মনোনীত রহনপুর পৌরসভা মেয়র প্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা আমির ও জামায়াত মনোনীত বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী ইমামুল হুদা,রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, জেলা পূর্ব শাখা শিবির সভাপতি সালাউদ্দিন সোহাগ।

সমাবেশে জামায়াতের নেতারা বলেন, এই সরকার শহীদের রক্তের মূল্য দিতে ব্যর্থ হয়েছে। শহীদদের পূর্ণাঙ্গ তালিকা আজও প্রকাশ করা হয়নি।



তারা আরো বলেন,এখনোও নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঘুরে বেড়াচ্ছে ও সশস্ত্র কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। যেসব পুলিশ সদস্য ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল তাদের বিচার এখনও সম্পন্ন হয়নি, টাল বাহানা চলছে।

গণমিছিলে পৌরসভা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলো।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর